Limits 1s, 512 MB

ব্যাঙ্ একটি গোপন বার্তা লেখতে চায় তার বন্ধুুর কাছে। সে সম্প্রতি Caesar Cipher আবিষ্কার করেছে।

হচ্ছে একটা সাধারণ এনক্রিপশন পদ্ধতি যেখানে বার্তার প্রত্যেকটি অক্ষরকে বর্ণমালার একটি নির্দিষ্ট ধাপের নিচের অক্ষর দ্বারা বদলানো হয়।

উদাহরণস্বরুপ, ২ ধাপ বাম স্থানান্তর দিয়ে, C বদলে গিয়ে A হবে, D বদলে গিয়ে B হবে,...

অক্ষরগুলোঃ

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ

২ ধাপ বাম স্থানান্তর দিয়ে Caesar cipher পরিচালনার পরঃ

YZABCDEFGHIJKLMNOPQRSTUVWX

Input

ইনপুটের প্রথম লাইনে একট পূর্ণসংখ্যা N (0 < N < 26) দেয়া থাকবে, যা cipher এর বাম স্থানান্তর ধাপ নির্দেশ করে।

দ্বিতীয় লাইনে একটি বার্তা থাকবে, ছোটোহাতের অক্ষর এবং স্পেস সম্বলিত। বার্তাতে সর্বোচ্চ ১০০ টি অক্ষর থাকবে।

Output

উল্লেখিত বাম স্থানান্তর দিয়ে Ceaser cipher পরিচালনার পর বার্তাটি প্রিন্ট করো।

Sample

InputOutput
2
hello world
fcjjm umpjb

Submit

Login to submit.

Statistics

87% Solution Ratio
kimiyukiEarliest, Feb '19
fire_tornadoFastest, 0.0s
ReduancsLightest, 0 B
saitotaShortest, 37B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.