Limits 2s, 512 MB

তোমার বন্ধু একটি বিশেষ ধরনের রোবট তৈরি করেছে, যেটি মাটির নিচের লুকানো মাইন খুঁজে বের করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, সবগুলো মাইন খুঁজে পাওয়ার পরে সে গুনতে পারে না যে কয়টি মাইন ছিল। তুমি যেহেতু একটু প্রোগ্রামিং করা শিখে ফেলেছো, তোমার কাজ হবে ওই রোবটের জন্য একটি প্রোগ্রাম তৈরি করা, যেন সে মাইনগুলো গুনতে পারে।

Input

nxn সাইজের একটি গ্রিড দেওয়া থাকবে। যেসব ঘর ফাঁকা, সেখানে থাকবে e আর যেসব ঘরে মাইন আছে, সেখানে থাকবে m।

Output

মাইনের সংখ্যা প্রিন্ট করতে হবে।

Sample

InputOutput
emee
meee
eeee
eeem
3

Submit

Login to submit.

Statistics

87% Solution Ratio
QuickmafsEarliest, Oct '18
QuickmafsFastest, 0.0s
Fazlerabbi.Lightest, 0 B
abdullahalkafiShortest, 55B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.