এই প্রবলেমের মূল কাজ হচ্ছে দুটি ভ্যারিয়েবলের মধ্যে সোয়াপ করা। দুটি সংখ্যা A এবং B সোয়াপ করার সব থেকে সহজ্ উপায় হচ্ছে:

১. একটি টেম্পোরারি ভ্যারিয়েবল C নেওয়া।

২. A এর মান C তে অ্যসাইন করা।

৩. B এর মান A তে কপি করা।

৪. C এর মান B তে কপি করা।

উপরের পদ্ধতিটি ছাড়াও C ব্যবহার না করেই সোয়াপ করার কাজটা করা যায়। কিভাবে সেটা ভেবে দেখো।

সেটারের কমপ্লেক্সিটি: O(S)

Statistics

65% Solution Ratio
anonyo.akandEarliest, Jun '21
drmc1234Fastest, 0.0s
drmc1234Lightest, 5.5 kB
Nusab19Shortest, 134B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.