Limits 1s, 512 MB

একটি পূর্ণসংখ্যা N দেয়া থাকবে, প্যাসকেলের ত্রিভূজের N তম সারির যোগফল প্রিন্ট করো।

গণিতে, প্যাসকেলের ত্রিভূজ হচ্ছে দ্বিপদী সহগের একটি ত্রিভূজাকৃতির অ্যারে। নিচে প্যাসকেলের ত্রিভূজের প্রথম কয়েকটি সারি দেয়া হলঃ

                    ১
                ১       ১
            ১       ২       ১
        ১       ৩       ৩      ১
    ১       ৪       ৬      ৪      ১
১       ৫      ১০      ১০      ৫      ১

ত্রিভুজের প্রান্তের সংখ্যাগুলো সবসময় ১। অবশিষ্ট সংখ্যাগুলোর তাদের উপরের ইতপূর্বে আসা সর্বশেষ দু্ইটি সংখ্যাগুলোর যোগফলের সমান।

৫ম সারির যোগফল, উদাহরণস্বরুপ, $ 1 + 4 + 6 + 4 + 1 = 16 $

Input

ইনপুটে একটি পূর্ণসংখ্যা N (0 < N < 30) দেয়া থাকবে।

Output

প্যাসকেলের ত্রিভূজের N তম সারির যোগফল প্রিন্ট করো।

Sample

InputOutput
5
16

Submit

Login to submit.

Contributors

Statistics

96% Solution Ratio
nurbijoyEarliest, Nov '18
nurbijoyFastest, 0.0s
ReduancsLightest, 0 B
saitotaShortest, 16B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.