Limits 1s, 1.0 GB

শর্ট ল্যান্ডে সবকিছুই সংক্ষিপ্ত। সেখানকার লোকজনেরা একে অপরের সাথে কথা বলার সময়, লেখালেখির সময় কিংবা মেসেজিং করার সময় সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করে। যেমন: তারা happy কে hapy লেখে, running কে runing লেখে। অর্থাৎ তারা কোনো শব্দে একটি বর্ণ ধারাবাহিকভাবে পেলে তাকে একটা বর্ণ লেখে।

শর্ট ল্যান্ডের আগের নাম ছিল লং ল্যান্ড। অর্থাৎ এদের পূর্বপুরুষেরা লম্বা লম্বা শব্দ ব্যবহার করত। যেমন: hapy এর বদলে haaaappppyyyy লিখত. আবার runing এর বদলে runnnninnnng লিখত।

সম্প্রতি শর্ট ল্যান্ডের ইতিহাসবিদেরা একটা প্রাচীন পাঠাগারের সন্ধান পেয়েছে। ঐ পাঠাগারে $N$ সংখ্যক বই আছে। যেহেতু প্রাচীনকালে শর্ট ল্যান্ডের মানুষেরা লম্বা লম্বা শব্দ লিখত তাই বইগুলোর নামও ছিল লম্বা লম্বা। যেমন: একটা বিখ্যাত বইয়ের নাম ছিল the alchemmmisst. তোমার কাজ হলো এই বইয়ের নামগুলোকে শর্ট ল্যান্ডের বর্তমান নিয়মে নামকরণ করে দেওয়া।

Input

ইনপুটের প্রথম লাইনে $N ( N \le 10^5)$ এর মান ইনপুট দেয়া হবে, যা নির্দেশ করে ঐ পাঠাগারে থাকা মোট বইয়ের সংখ্যা। পরের $N$ সংখ্যক লাইনে একটি একটি করে ঐ পাঠাগারের সবগুলো বইয়ের নাম ইনপুট দেয়া হবে। বইয়ের নামে সর্বোচ্চ ১০টি শব্দ থাকতে পারে। প্রতি শব্দে সর্বোচ্চ ২০টি ইংরেজি ছোট হাতের বর্ণ থাকতে পারে।

Output

বইয়ের নামগুলো শর্ট ল্যান্ডের বর্তমান নিয়মে নামকরণ করে $N$ সংখ্যক লাইনে প্রিন্ট করো।

Sample

InputOutput
3
the alchemmmisst
harrrryyyy potttterrrr
teachhh yoursellfff c
the alchemist
hary poter
teach yourself c

Submit

Login to submit.

Statistics

83% Solution Ratio
fire_tornadoEarliest, May '20
Aritra15Fastest, 0.0s
Aritra15Lightest, 62 kB
bokaifShortest, 85B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.