Limits 1s, 512 MB

দুইটি পূর্ণসংখ্যার সেট দেয়া হবে, উভয় সেটের ইউনিয়ন সেট প্রিন্ট করো।

উদাহরণস্বরুপ, সেটগুলো দেয়া হলঃ

  • {১, ৩, ৫, ৭, ৮}
  • {২, ৩, ৪, ৭, ৯}

উভয় সেটেরে ইউনিয়ন সেটঃ

  • {১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ৯}

সেট সম্পর্কে আরো জানতে পারবে এখানে

Input

ইনপুটের প্রথম লাইনে দুইটি ইন্টিজার N এবং M (0 < N, M < 100) দেয়া থাকবে।

এর পরের লাইনে N টি পূর্ণসংখ্যা থাকবে, প্রথম সেটের উপাদানগুলো।

এই লাইরে পরের লাইনে M টি পূর্ণসংখ্যা থাকবে, দ্বিতীয় সেটের উপাদানগুলো।

উভয় সেটেরে উপাদানগুলো ক্রমবর্ধমান অনুসারে দেয়া থাকবে।

Output

উভয় সেটের ইউনিয়ন সেট প্রিন্ট করো, ক্রমবর্ধমান অনুসারে এবং স্পেস দিয়ে আলাদা করে।

Sample

InputOutput
5 5
1 3 5 7 8
2 3 4 7 9
1 2 3 4 5 7 8 9

Submit

Login to submit.

Contributors

riyad000

Statistics

85% Solution Ratio
kimiyukiEarliest, Feb '19
YouKnowWhoFastest, 0.0s
rased_299Lightest, 0 B
saitotaShortest, 26B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.