Limits 2s, 512 MB

তুমি গভীর জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার করতে গিয়ে এক দৈত্যের হাতে ধরা পড়েছো। দৈত্য তোমাকে বলল যে, তুমি যদি সহজ একটি সমস্যা সমাধান করতে পার, তাহলে সে তোমাকে ছেড়ে দেবে। সে তোমাকে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বলবে, তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল কত তা হিসেব করে বের করতে হবে।

যদি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য a, b এবং c হয়, তাহলে,

s = (a+b+c)/2

ক্ষেত্রফল = sqrt(s * (s-a) * (s-b) * (s-c))

Input

ইনপুটের প্রথম লাইনে একটি পূর্নসংখ্যা N দেওয়া থাকবে। পরবর্তী N সংখ্যক লাইনের প্রতিটিতে তিনটি করে পূর্ণসংখ্যা a, b এবং c দেওয়া থাকবে।

Output

আউটপুটে N সংখ্যক লাইন থাকবে। প্রতি লাইনে a, b এবং c দিয়ে তৈরি ত্রিভুজের ক্ষেত্রফল প্রিন্ট করতে হবে। দশমিকের পরে দুইঘর পর্যন্ত প্রিন্ট করলেই চলবে। যদি ওই তিনটি বাহু দিয়ে কোনো ত্রিভুজ তৈরি করা না যায় তাহলে প্রিন্ট করতে হবে, "Oh, No!"

Sample

InputOutput
2
8 6 10
3 4 5
24.00
6.00

Submit

Login to submit.

Statistics

53% Solution Ratio
fci_zeroEarliest, Oct '18
fci_zeroFastest, 0.0s
HillolTalukdarLightest, 0 B
Nusab19Shortest, 123B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.