Limits 500ms, 128 MB

সন্তু রংপুরে নতুন এসেছে। রংপুরের অদ্ভুত আবহাওয়ায় সে খাপ খাইয়ে নিতে পারছে না। সে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাহিরে বের হয়। কিন্তু অধিকাংশ সময় বাহিরে থাকা অবস্থায় বৃষ্টি এসে যায় এবং তাকে ভিজে ভিজে বাসায় আসতে হয়। সে এই সমস্যা থেকে মুক্ত হতে তোমার কাছে একটি প্রোগ্রাম লিখে চায়। তুমি এমন একটি প্রোগ্রাম লিখ যা সন্তুকে একটি নির্দিষ্ট দিনের আবহাওয়ার রিপোর্ট দেবে।

Input

ইনপুটে একটি নির্দিষ্ট দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতকরায় ইনপুট দেয়া হবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ০% থেকে ১০০% এর মধ্যে সীমাবদ্ধ।

Output

  • যদি ঐ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 70% বা এর বেশি হয় তাহলে প্রিন্ট কর "Bad weather." (উদ্ধৃতি ছাড়া)।
  • যদি ঐ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30% বা এর কম হয় তাহলে প্রিন্ট কর "Good weather." (উদ্ধৃতি ছাড়া)।
  • যদি ঐ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30% এবং 70% (৩০ এবং ৭০ ব্যতীত) এর মধ্যে হয় তাহলে প্রিন্ট কর "Confusing weather." (উদ্ধৃতি সহ)।

Samples

InputOutput
29
Good weather.
InputOutput
71
Bad weather.

Submit

Login to submit.

Statistics

81% Solution Ratio
mashfiqur404Earliest, May '20
fire_tornadoFastest, 0.0s
Burn_FireblazeLightest, 0 B
Nusab19Shortest, 80B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.