Limits 500ms, 512 MB

এক মৌ চাষি তার একদল মৌমাছির বাসার জন্য একটা কাঠের তক্তা খুঁজছিল। খুঁজতে খুঁজতে একসময় সে পেয়েও গেল। কিন্তু সমস্যা হলো ঐ তক্তার উপর অন্য কোনো মৌমাছির দল ঠিক নিচের ছবির মত বাসা করে ছিল, এখন নেই তবে বাসাটা পড়ে আছে। (জানিনা কোন ধরনের মৌমাছি এরকম বাসা করে!)

মৌ চাষিটির দরকার X ক্ষেত্রফলের একটি তক্তা। এখন ঐ তক্তাটির ক্ষেত্রফল যদি X এর সমান বা বেশি হয় তবে মৌ চাষিটি ঐ তক্তার বাসা ভেঙ্গে তক্তাটি নিয়ে যাবে। অন্যথায় বাসা ভাঙ্গার কষ্ট করবে না এবং তক্তাটি নিয়েও যাবে না।

Input

ছবির মৌমাছির বাসা অনেকগুলো সমষড়ভুজ দ্বারা গঠিত। তাই তোমাকে ঐ ষড়ভুজের এক বাহুর মান এবং X এর মান ইনপুট দেয়া হবে। এই দুটি মান নেয়ার জন্য ফ্লোট কিংবা ডাবল ডাটা টাইপ ব্যবহার করলেই হবে।

Output

ঐ তক্তা মৌ চাষিটি নিয়ে যাবে কিনা সেটা প্রিন্ট কর। যদি উত্তর 'নিয়ে যাবে' হয় তবে Yes প্রিন্ট কর। অন্যথায় No প্রিন্ট কর। [তুমি তক্তার ক্ষেত্রফলকে একটি ডাবল টাইপের ভেরিয়েবলে রাখতে পারো]

Samples

InputOutput
5 6000
No
InputOutput
10 27320.509
No
InputOutput
23.19 14690.99
Yes

Problemsetter: Mushfiqur Rahman (mdvirus)

Submit

Login to submit.

Statistics

81% Solution Ratio
sohomsahaunEarliest, Dec '19
sohomsahaunFastest, 0.0s
sohomsahaunLightest, 0 B
CodingmasterShortest, 67B
Toph uses cookies. By continuing you agree to our Cookie Policy.